ক্রঃ নং | আলোচনা সূচী | আলোচনা | সিদ্ধামত্ম | দায়িত্ব প্রাপ্ত সংস্থা/ব্যক্তি |
০১ | কৃষি বিষয়ে-রবি ফসল/ বোরো চাষ | সভায় কৃষি বিষয়ে রবি ফসল বিষয়ে উপস্থিত জনাব মোঃ মাজেদুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা জানান যে, বর্তমানে রবি মৌসুম চলছে সেই সাথে বোরো মৌসুম শুরম্ন হতে যাচ্ছে। এই মৌসুমে সব রকমের রবি ফসল ভালো ফলন হবে মর্মে সভায় জানানো হয়। বোরো মৌসুমে সেচ সুবিধা, কীটনাশক প্রয়োগ, সার ব্যবহার ইত্যাদি বিষয়ে বিসত্মারিত আলোচনা করা হয়। | আলোচনামেত্ম রবি ও বোরো মৌসুমে সার প্রয়োগ, রবি ফসলের পোকা- মাকড় দমনে পরামর্শের জন্য সিদ্ধামত্ম গৃহিত হলো। | মোঃ মাজেদুল ইসলাম, উপঃ সহকারী কৃষি কর্মকর্তা, পুঠিয়া, রাজশাহী |
০২ | মৎস চাষ ও তার প্রতিকার | সভায় মোঃ রফিকুল ইসলাম ফিল্ড অ্যাসিসটেন্ট উপজেলা মৎস অফিসের প্রতিনিধি মৎস বিষয়ে মৎস চাষীদের বিভিন্ন পরামর্শ দানের জন্য ইউপি ভবনে ০১টি ঘর অফিস হিসাবে দেওয়ার জন্য আবেদন জানান।এবিষয়ে সভায় বিসত্মারিক আলোচনা করা হয়। | আলোচনামেত্ম চেয়ারম্যান সাহেব জানান যে, আপাততঃ ইউপি অফিসে ঘর ফাকা নেই। পরবর্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব আশ্বাস প্রদান করেন। | ইউপি |
ক্রঃ নং | আলোচনা সূচী | আলোচনা | সিদ্ধামত্ম | দায়িত্ব প্রাপ্ত সংস্থা/ব্যক্তি |
০৩ | পরিবার পরিকল্পনা বিষয়ে অগ্রগতি | সভায় উপস্থিত এফ ডাবিস্নউ এ জনাব মোঃ আঃ মালেক কে বিগত জানুয়ারী হতে ফেব্রম্নয়ারী ২০১৩ মাসের বানেশ্বর ইউনিয়নের পরিবার পরিকল্পনার অগ্রগতির বিষয়ে তথ্য উপস্থাপনের জন্য অনুরোধ জানানো হয়। তিনি অগ্রগতির বিভিন্ন তথ্য আগামী সভায় পেশ করার জন্য অনুরোধ জানান। তিনি আরও জানান যে, লোক বলের অভাবে যথা সময়ে প্রতিবেদন দাখিল করা সম্ভব হয় না। তার পরেও জাতীয় স্বার্থে সরকারী নির্দেশনা পালনের জন্য সভায় বিসত্মারিত আলোচনা করা হয়। | সরকারি নির্দেশনা পালনসহ প্রতি ২ মাস অমত্মর ইউডিসিসি কমিটির সভায় পরিবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন অগ্রগতি সভায় উপস্থাপনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধামত্ম গৃহিত হয়। | এল ডাবিস্নউ এ, পুঠিয়া, রাজশাহী |
০৪ | আইন শৃঙ্খলা | আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা অংশগ্রহন করেন ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন, স্থায়ী কমিটির সদস্য মোসাঃ বুলন বেগম আনছার ভিডিপি দলনেতা মোঃ আসাদু্জ্জামান ময়না আলোচনার শুরম্নতেই অত্র ইউনিয়ন এলাকার আইন শৃঙ্খলা সহনীয় পর্যায়ে থাকলেও বানেশ্বর বাজার এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন করা হচ্ছে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে। তরম্ননরাই বেশী মাদকদ্রব্য সেবনে আকৃষ্ট হয়ে অচিরেই জীবন যৌবন হারিয়ে ফেলছে। তাছাড়া বানেশ্বর গরম্নহাটা, থান্দারপাড়া, মিস্ত্রিপাড়া এলাকায় অবাধে চোলাই মদ, তাড়ি গাজা বিক্রয় হচ্ছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে তৎপর হওয়ার জন্য সভায় বিসত্মারিত আলোচনা করা হয়। | অদ্যকার সভার অনুলিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুঠিয়া থানায় দেওয়ার জন্য সিদ্ধামত্ম গৃহিত হয়। চিহ্নিত এ এলাকা গুলোতে বিশেষ অভিযান পরিচালনার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা পুঠিয়া থানাকে বিশষভাবে অনুরোধ জানানো হয়। | ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুঠিয়া থানা/ ইনচার্জ, বানেশ্বর হাইওয়ে পুলিশ ফাঁড়ি। |
০৫ | বিবিধ | বিবিধ বিষয়ে বিসত্মারিত আলোচনা করেন ইউপি সদস্য জনাব মোঃ আঃ মালেক, মোঃ আঃ হাকিম, মহিলা সদস্য জনাবা মোছাঃ মর্জিনা বেগম। আলোচনায় সদস্যগন জানান যে, আগামী এপ্রিল মাসের ১ তারিখ হতে অত্র ইউপিতে সরকারী নিয়ম অনুযায়ী হোল্ডিং কর নির্ধারনের জন্য এ্যাসেসর নিয়োগ দেওয়া হবে। গ্রাম এলাকায় এ্যাসেসরগনকে হোল্ডিং কর নির্ধারনের বিষয়ে সহযোগিতা করা প্রয়োজন। | এ বিষয়ে বিসত্মারিত আলোচনান্তে গ্রাম এলাকায় এ্যাসেসর গনকে হোল্ডিং কর ধায্যে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়। | ইউপি সদস্য/ গ্রাম পুলিশ |
পরিশেষে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস