হাট বাজারঃ
নিম্নে বানেশ্বর ইউনিয়নে অবস্থিত হাট ও বাজার সমূহের নামের তালকা দেওয়া হলোঃ
হাটঃ বানেশ্বর হাট
অবস্থানঃ পুঠিয়া উপজেলার বানেশ্বর নামক স্থানে। ৩ নং বানেশ্বর ইউনিয়ন পরিষদ এর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন উভয় দিকেই বানেশ্বর হাটের এলাকা বিস্মৃত।
বাজারঃ
বানেশ্বর ইউনিয়ন পরিষদে মোট ৪টি বাজার রয়েছে। নিম্নে তা দেওয়া হলো।
ক্রমিক নং | বাজারের নাম | স্থান | মন্তব্য |
১ | বানেশ্বর বাজার | বানেশ্বর |
|
২ | শিবপুর বাজার | শিবপুরহাট নামক স্থানে |
|
৩ | বিড়ালদহ মাজার | বিড়ালদহ মাজার সংলগ্ন |
|
৪ | মাইপাড়া বাজার | বিড়ালদহ মাজার হতে পূর্বে |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস